Rules of Passage Narration in Bangla

 এখানে আমি আলোচনা করব Narration এর নিয়ম নিয়ে। কিভাবে কোন Passage এর ‍Speech পরিবর্তন করতে হয়। I’ll discuss all the rules of passage narration in Bangla. Advertisement কোন Passage এর Narration পরিবর্তন করা, একটি  Single…

 এখানে আমি আলোচনা করব Narration এর নিয়ম নিয়ে। কিভাবে কোন Passage এর ‍Speech পরিবর্তন করতে হয়। I’ll discuss all the rules of passage narration in Bangla.

Advertisement

কোন Passage এর Narration পরিবর্তন করা, একটি  Single Sentence এর Narration পরিবর্তন করা থেকে খুব একটা ভিন্ন নয়। আপনি যদি আলাদা একটি বাক্যের Narration পরিবর্তন ভালভাবে করতে পারেন, Passage Narration আপনার জন্য কঠিন হবেনা।

তাই, আপনার উচিত হবে আগে Sentence এর ধরণ অনুসারে ৫ ধরণের বাক্যের Narration Rules গুলো শিখে নেয়া।

Rules of Passage Narration in Bangla

Advertisement

What changes in direct and indirect speech

আসুন প্রথমে জেনে নিই, কোন কোন জিনিসগুলো Narration Change করার সময় পরিবর্তন হয়।

1. Tense

যদি Reporting Verb টি Past Tense হয়, তবে (“ ”) কমার ভেতরের অংশ অর্থাৎ, Reported Speech টির Tense অতীত কালে পরিবর্তন করতে হয়। যদি, Reporting Verb টি Present/Future Tense হয়ে থাকে, এক্ষেত্রে (“ ”) কমার ভেতরের Reported Speech এর Tense পরিবর্তন হবেনা। তবে, অন্যান্য Pronoun, Time, Place ও Expression পরিবর্তন হবে।

2. Pronouns ( I, we, our, us, he, she, his, her, you, your)

Passage টি ভালভাবে পড়ে আমাদের বুঝে নিতে হবে, কোন বাক্যের বক্তা ও শ্রোতা কে, যে কথাটি বলছে, সে হচ্ছে বক্তা (Speaker) আর যে শুনছে সে শ্রোতা (Listener)। বক্তা ও শ্রোতার উপর নির্ভর করে, Reported Speech (” “ কমার ভেতরের বাক্য) এর Pronoun গুলো পরিবর্তন করতে হবে।

Advertisement

3. Time and Places (Adverb of times and Places)

Direct speech এ কাছের শব্দগুলো Indirect Speech এ দুরের শব্দে পরিবর্তন হয়। যেমন, এখানে (কাছে), সেখানে (দুরে) আবার আজ (কাছে), সেইদিন (দুরে)।

আপনাদের মনে রাখার জন্য কিছু Times and Places এর পরিবর্তন দেখানো হলঃ

Direct Speech Indirect Speech
Here There
Now Then
This That
These Those
Today That day
Tonight That night
Yesterday The previous day
Last night The previous night
Last week The previous week
Tomorrow The next day
Next week The following week
Ago Before
Thus So
Hence Thence
Hither Thither
Come Go

4. Expressions and Others

Direct Speech এ বিভিন্ন Expressions/ Words গুলো Indirect Speech এ পরিবর্তিত হয়। আপনাদের সহজেই মনে রাখার জন্য আমি এসব Expressions গুলোর পরিবর্তন ছক আকারে দেখাচ্ছি।

Advertisement
Direct Speech Indirect Speech
Yes Replied in the affirmative
No Replied in the negative
Sir/ Madam Respectfully
Please Politely
Sorry/ I am sorry Apologized
Sorry to disturb/ Excuse Me Seeking and excuse
Well/ Oh I see Expressing surprise
Why? Wanted to know the reason
By Allah/ By God/ By my life Swearing by Allah
Friend, sister, brother, father, son, mother Addressing as friend (any other)
   
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *