পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষা বৃত্তি ২০১৯ এর আবেদন শুরু

চলতি ২০১৮-২০১৯ অর্থ বছরে পার্বত্য অঞ্চলে শিক্ষার্থীদের “বৃত্তি প্রদান শীর্ষক স্কীমের আওতায়” শিক্ষা বৃত্তি প্রদান দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  উচ্চ মাধ্যমিক/সমমান, স্নাতক/সমমান, স্নাতকোত্তর/সমমান পর্যায়ের অধ্যয়নরত রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় স্থায়ীভাবে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মেধাবী…

চলতি ২০১৮-২০১৯ অর্থ বছরে পার্বত্য অঞ্চলে শিক্ষার্থীদের “বৃত্তি প্রদান শীর্ষক স্কীমের আওতায়” শিক্ষা বৃত্তি প্রদান

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  উচ্চ মাধ্যমিক/সমমান, স্নাতক/সমমান, স্নাতকোত্তর/সমমান পর্যায়ের অধ্যয়নরত রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় স্থায়ীভাবে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের এবং উন্নয়ন বোর্ডের কর্মরত কর্মকর্তার-কর্মচারী পোষ্যদের নিকট হতে শুধুমাত্র অনলাইনে শিক্ষা বৃত্তির আবেদন আহবান করা হয়েছে।

Advertisement

আবেদনের সময়সীমাঃ 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ওয়েব সাইট  www.chtdb.gov.bd তে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে ২৫ মে ২০১৯ থেকে  ২০ জুন ২০১৯ এর মধ্যে শিক্ষা বৃত্তির আবেদন করতে হবে।

আবেদনের জন্য যা যা একান্ত আবশ্যকঃ 

Advertisement

১। আবেদনকারী ছবি ও স্বাক্ষর
২। স্থায়ী বাসিন্দার স্বপক্ষে স্ব স্ব জেলা প্রশাসক/ চীফ সার্কেল কর্তৃক প্রদত্ত সনদ।
৩। উপজেলা চেয়ারম্যান/পৌর মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অভিভাবকের বাৎসরিক আয় সনদপত্র, চাকুরীজীবি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বাৎসরিক আয় সনদ।
৪।সর্বশেষ বর্ষ/সেমিষ্টার/লেবেল এর মার্কশিট, নম্বর ফর্দ /সনদপত্র (জুন ২০১৭ এর পূর্বে প্রকাশিত ফলাফল গ্রহণযোগ্য নয়)
৫।বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্র (মে ২০১৯ এর পূর্বে প্রদত্ত প্রত্যয়ন গ্রহণ যোগ্য নয়)
৬।বিশেষ কোটার স্বপক্ষে প্রমাণ পত্র (যদি থাকে)

বিঃদ্রঃ অনলাইন ব্যতীত সরসরি বা ডাকযোগে আবেদন গ্রহণ যোগ্য হবেনা

Advertisement

3 Comments

  1. Please let me know if you're looking for a article writer for your blog.

    You have some really good posts and I feel I would be a good asset.
    If you ever want to take some of the load off,
    I'd absolutely love to write some content for your blog in exchange for a link back to
    mine. Please shoot me an e-mail if interested. Cheers!

  2. Thanks for ones marvelous posting! I genuinely enjoyed reading it,
    you are a great author. I will be sure to bookmark
    your blog and definitely will come back later on. I
    want to encourage you to definitely continue your great posts,
    have a nice day!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *