Sentence | What are the Types of Sentences in English Grammar
Hey dear students, after reading this lesson, you will learn what a sentence is and its types. I’ll help you to learn all about a sentence. I hope there will be no confusion about the…
If you are a new learner of English, this lesson will be helpful for you. So, get started.
What is a Sentence?
A sentence is a group of words or phrases that expresses a complete sense, idea or feeling. If there are two or more word but they can’t make any complete sense, idea or feeling, it is not a sentence.
দুই বা তার অধিক কোন শব্দ মিলিত হয়ে যখন সম্পূর্ণ ভাবে কোন মনের ভাব, অনুভুতি প্রকাশ করে, তখন ওই শব্দসমূহকে একটি বাক্য বা Sentence বলা হয়। অর্থাৎ বাক্য হতে হলে, কমপক্ষে ২টি শব্দ প্রয়োজন হবে এবং তাদের দ্বারা একটি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা হবে।
যদি ২ বা তার বেশি কোন শব্দ একসাথে বসে কোন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারলনা তা কোন বাক্য হবেনা। আবার বাক্য হতে হলে অবশ্যই একটি Subject word ও একটি Verb word থাকতে হবে।
একটি Sentence তৈরির মূল উপাদান হলো [ Subject (কর্তা) + Verb (কাজ) ]
যেমনঃ Kiron is my cousin. এটি একটি Sentence হবে। কিন্ত ‘Cousin my Kiron is’ এটি Sentence হবেনা। কারণ এখানে শব্দগুলো এলোমেলোভাবে পাশাপাশি বসেছে।
Look at these sentences very carefully,
1. Rina eats an apple.
Here Rina is a subject (Who- কে?), Eat is a verb ( কি কাজ করছে?) and An Apple is an object (কি?/কাকে?)
2. Kamal writes a letter
Here, Kamal is a subject (Who- কে?), Write is a verb ( কি কাজ করছে?) and A Letter is an object (কি?/কাকে?)
3. Rahim loves his mother
Here, Rahim is a subject (Who- কে?), Write is a verb (কি কাজ করছে?) and His Mother is an object (কি?/কাকে?)
তাই আমরা মনে রাখব যে, এলোমেলো কোন শব্দ পাশাপাশি বসলেই তা বাক্য হতে পারেনা। বাক্য হতে হলে অবশ্যই বাক্যের মৌলিক গঠন অনুসারে শব্দগুলো বসবে এবং তার দ্বারা একটি অর্থপুর্ন মনের ভাব প্রকাশ করবে।
Types of Sentences:
- Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
- Interrogative Sentence(প্রশ্নবাচক বাক্য)
- Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
- Optative Sentence(প্রার্থনাসূচক বাক্য)
- Exclamatory Sentence (আশ্চর্যবোধক বাক্য)
Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
যে Sentence দ্বারা কোন বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয়, তাকে Assertive Sentence বলে। এ বাক্য হাঁ বা না দুইভাবেই হতে পারে।
Assertive Sentence নিচের কাঠামো অনুসারে গঠিত হয়
Example:
He reads a book. (Affirmative)
Ripon doesn’t walk in the morning. (Affirmative)
We should love our parents. (Affirmative)
Interrogative Sentence (প্রশ্নবাচক বাক্য)
যে Sentence দ্বারা কাউকে কোন প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয়, তাকে Interrogative Sentence বলে। এ বাক্য হাঁ বা না দুইভাবেই হতে পারে।
একটি Interrogative Sentence তৈরি করার জন্য, বাক্যের শুরুতে WH Word ও সাহায্যকারী ক্রিয়া (Auxiliary Verb) বসে। নিচের কাঠামো অনুসারে একটি Interrogative Sentence গঠিত হয়। তাই ভালভাবে কাঠামোটি মনে রাখা দরকার।
Some of Wh words:
who, whom, whose, which, what, where, when, how, etc.
Some of Aux. Verbs:
Be verb: am, is, are, was, were
Have Verb: have, has, had
Modal Verb: shall, should, will, would, can, could, may, might, etc.
Example:
What do you want to know?
Do you like to eat ice-cream?
When did you buy this phone?
Does he read a book?
How can you do this work?
আশা করি আপনারা বুঝতে পারছেন প্রশ্নবাচক (interrogative sentence) সম্পর্কে। প্রশ্নবাচক বাক্য তৈরি করতে আপনি পড়তে পারেন, কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয়।
Imperative Sentence (অনুজ্ঞাসুচক বাক্য)
যে Sentence দ্বারা কাউকে কোন আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ও পরামর্শ দেয়া হয়, তাকে Imperative Sentence বলে। এ বাক্য হাঁ বা না দুইভাবেই হতে পারে।
একটি Imperative Sentence এ Subject বা কর্তা ব্যবহৃত হয় না। এ ধরণের বাক্যে Subject (You) সবসময় উহ্য থাকে। এ বাক্যটি Verb দ্বারা শুরু হয়, এবং কোন Tense ব্যবহার হয়না।
নিচের কাঠামো অনুসারে একটি Imperative Sentence গঠিত হয়। তাই ভালভাবে কাঠামোটি মনে রাখা দরকার।
Verb + Obj / Adv. / Comp.
Example:
Open the door. (Order)
Please, give me a pen. (Request)
Always speak the truth (Advice)
Don’t misbehave with others. (Forbidding)
Optative Sentence (ইচ্ছাসূচক বাক্য)
যে Sentence দ্বারা মনের আকাঙ্খা, ইচ্ছা ও প্রার্থনা বুঝায়, তাকে Optative Sentence বলে। এ বাক্য হাঁ বা না দুইভাবেই হতে পারে।
মনে রাখার মত একটি ব্যাপার হলো, ইংরেজিতে এ ধরণের বাক্যগুলো May দ্বারা শুরু হয় এবং তার পরে Assertive Sentence বসে।এবং কোন Tense ব্যবহার হয়না।
অর্থাৎ এ Sentence এর গঠন হলো
Example:
May Allah help me. (Prayer)
May you be happy in your life. (Wish)
May he pass in the admission test. (Willing)
Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)
যে Sentence দ্বারা মনের হঠাৎ আবেগ, দুঃখ, আনন্দ, বা বিস্ময়ের অনুভুতি প্রকাল করা হয়, তাকে Exclamatory Sentence বলে।
ইংরেজিতে এ ধরণের বাক্যগুলোর গঠন কয়েক ভাবে হতে পারে। আমরা নিচের গঠন ও উদাহরণ গুলো খেয়াল করলে বুঝতে পারব।
Structure 1: Exclamation Word + ! + Sub. + Verb. + Obj./ Adv. / Comp.
Example:
Hurrah! We have won the match.
Alas! You failed in SSC Exam.
Structure 2: What + a/an + Adj. + Noun + Sub. + Verb + !
Example:
What a nice flower the rose is!
What an interesting story my mother told!
Structure 3: How + Adj. + Sub. + Verb + Obj/ Adv./ Comp + !
Example:
How nice the flower is!
How interesting the story was!
Structure 3: If + Sub. + Were + Obj/ Adv./ Comp + !
Example:
If I could be a child again!
If I were a rich man!
এগুলো হলো, কাজ অনুসারে বাক্যের ৫ টি ধরণ, যা খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি। তাছাড়া বাক্যের গঠন অনুসারে বাক্যকে আরও ৩ ভাগে ভাগ করা যায়। গঠন অনুসারে বাক্যের ধরন সম্পর্কে পড়তে পারেন,
These are 5 types of sentences according to functions of Sentence but there are also three types sentences according to Structure. Read more about 3 types of Sentences in Structure.