Rules of Transformation of Sentences | Simple Complex Compound

 প্রিয় ছাত্র-ছাত্রীরা এই লেসনে আমরা ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে শিখব। যা শেখার পর আপনি বিভিন্ন বাক্যের গঠন সম্পর্কে অনেক ধারণা পাবেন এবং এই লেসন আপনাকে ইংরেজি বাক্য লিখতে সাহায্য করবে। Advertisement Types…

 প্রিয় ছাত্র-ছাত্রীরা এই লেসনে আমরা ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে শিখব। যা শেখার পর আপনি বিভিন্ন বাক্যের গঠন সম্পর্কে অনেক ধারণা পাবেন এবং এই লেসন আপনাকে ইংরেজি বাক্য লিখতে সাহায্য করবে।

Advertisement

Rules of Simple Complex Compound Bangla

Types of Sentences

গঠনগতভাবে একটি বাক্য ৩ ধরণের হতে পারে। সরল বাক্য, জটিল বাক্য যৌগিক বাক্য।

  1. Simple Sentence
  2. Complex Sentence
  3. Compound Sentence

একটি বাক্যে Clause এর ধরণ ও সংখ্যার উপর নির্ভর করে বাক্যকে এই ৩ ভাগে ভাগ করা হয়।

Advertisement

এখন প্রশ্ন জাগে, Clause কী।

What is a clause?

Clause হলো একটি Sentence এর মৈলিক অংশ যেটি Subject এবং Verb দিয়ে গঠিত হয়।

অনেক বাক্যে  Subject উহ্য থাকতে পারে। তাই বলে সেখানে Subject নেই এমনটা নয়।

Advertisement

Principal Clause

যে Clause  টি পড়ার পড় তোমার মনে কোন প্রশ্ন আসবে না, অর্থাৎ Clause টি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে সেটি Principal Clause বা Main Clause বা Independent Clause

Example: I see a bird (“আমি একটি পাখি দেখি” এটি একটি সম্পর্ণ বাক্য)

Sub-ordinate Clause

যে Clause  টি পড়ার পড় তোমার মনে প্রশ্ন আসবে, বাক্যটি অসম্পূর্ণ থাকবে, অর্থাৎ Clause টি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে সেটি Subordinate Clause বা Dependent Clause.

Advertisement

এ Clause এর শুরুতে একটি Conjunction থাকে এবং Subordinate Clause অর্থ প্রকাশের জন্য, Principal Clause এর উপর নির্ভর করে।

Example: When I see a bird,  – যখন আমি একটি পাখি দেখি,

এখানে বাক্যটি, ’When’ Conjunction দ্বারা শুরু হয়েছে। এর অর্থ, “যখন আমি একটি পাখি দেখি” যেটি শুনলেই মনে প্রশ্ন আসে, যখন পাখি দেখি, তখন কি হয়?। যার কারণে, বাক্যটি অসম্পূর্ণ এবং আরো কিছু বাকি রয়ে যায়। তাই, এটি একটি Subordinate Clause.

তাই, এই বাক্যটির সাথে একটি Principal Clause দ্বারা পরিপূর্ণ করতে হবে। তারপর পুরো বাক্যটি হবেঃ

# When I see a bird, I become very happy. – যখন আমি একটি পাখি দেখি, আমি খুব খুশি হই।

Co-Ordinate Clause

যখন, ২টি বা তার বেশি Independent Clause পাশাপাশি Conjunction দ্বারা যুক্ত থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশে একে অপরকে সহযোগিতা করে। তারা Coordinate Clause.

Coordinate Clause গুলো যেহেতু Independent, তারা নিজেই অর্থ প্রকাশ করতে পারে। অর্থপ্রকাশের ক্ষেত্রে Coordinate Clause গুলো সমান গুরুত্বপূর্ণ।

Simple Sentence:

Simple Sentence এ একটি মাত্র Clause থাকে। অর্থাৎ একটি মাত্র Subject এবং একটি Finite Verb থাকবে এবং অন্যান্য Non-Finite Verb থাকতে পারে।

Example: We learn English to make ourselves skilled.

আমরা আমাদের নিজেদের দক্ষ করতে ইংরেজি শিখি।

এখানে Subject ‘We’ আমরা কোন কাজটি করছে, Learn or Make. আমরা এখানে Learn এর কাজটি সরাসরি করছি, আমাদেরকে দক্ষ করার জন্য। অর্থাৎ, আমরা এই বাক্যে Make এর কাজটি করছিনা, বরং করার জন্য Learn এর কাজটি করছি।

তাই, Learn (Finite Verb) এবং Make (Non-Finite Verb)

Complex Sentence:

Complex Sentence এ ১টি Principal Clause ও ১টি Subordinate Clause থাকে। যেহেতু এখানে ২টি Clause থাকবে, এ ধরণের বাক্যে ২টি Subject ও ২টি Verb থাকবে।

Example: We learn English so that we can make ourselves skilled.

আমরা ইংরেজি শিখি যাতে আমরা নিজেদের দক্ষ করতে পারি।

এখানে “We learn English” পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এবং এর পূর্বে কোন Conjunction নাই, তাই এটি একটি Principal Clause, আবার, “So that we can make” এর পূর্বে so that Conjunction আছে, এবং এটির অর্থ ”যাতে আমরা নিজেদের দক্ষ করতে পারি”। বাক্যটি সম্পূর্ণ ভাব প্রকাশ করছে না বরং প্রশ্ন জাগে, কি করলে আমরা নিজেদের দক্ষ করতে পারি।

বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য Principal Clause “We learn English” এর উপর নির্ভরশীল।

এখানে, Learn এবং Can make উভয়ই, Finite Verb.

Compound Sentence:

Compound Sentence এ ২টি Co-ordinate Clause পাশাপাশি Conjunction দ্বারা যুক্ত থাকে। যেহেতু এখানেও ২টি Clause থাকবে, এ ধরণের বাক্যে ২টি Subject ও ২টি Verb থাকবে।

Example: We want to make ourselves skilled so we learn English.

আমরা ইংরেজি শিখি যাতে আমরা নিজেদের দক্ষ করতে পারি।

এখানে “We learn English” পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এবং এর পূর্বে কোন Conjunction নাই, তাই এটি একটি Principal Clause, আবার, “So that we can make” এর পূর্বে so that Conjunction আছে, এবং এটির অর্থ ”যাতে আমরা নিজেদের দক্ষ করতে পারি”। বাক্যটি সম্পূর্ণ ভাব প্রকাশ করছে না বরং প্রশ্ন জাগে, কি করলে আমরা নিজেদের দক্ষ করতে পারি।

বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য Principal Clause “We learn English” এর উপর নির্ভরশীল।

এখানে, Learn এবং Can make উভয়ই, Finite Verb.

Simple Complex Compound Rules Chart

Simple, Complex এবং Compound Sentence এ ব্যবহৃত কিছু Phrases ও Conjunction পাশাপাশি ছকে এক নজরে দেখানো হল। পরে এগুলোর প্রত্যেকটি নিয়ম, উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Common Phrases and Conjunctions Used in Simple Complex and Compound

SerialSimpleComplexCompound
1Noun + Vingwho/which/what/that + (Verb)and
2

Noun + Adj / Participle

Adj + Noun

who/which/what/that + (be) + Adj / Participleand
3Because of/ Due to/ Owing to/ On account of/ ForSince/ As/ Becauseand so
4In spite of/ Despite + Ving

Though/ Although/

Even though

but
5After/ Before + Ving

After + (Perfect Tense)

Before + (Indefinite Tense)

When + (Perfect/ Indefinite)

and
6While/ At the time of + Ving

When + (Indefinite)

While + (Continuous)

and
7At/ In/ On/ At the age ofWhen it is/was + TimeIt was …. and
8

At the very time of/

Immediately after

As soon as

No sooner ….. than

Hardly …. when

Scarcely … when

and immediately
9

too … to + V

enough … to + V

so …. that + (cannot + V)

so …. that + (can + V)

very …. and
10

to + V

in order to + V

with a view to + Ving

so that + (can/ could + V)want to + V + so …
11

the reason for

the time of

the place of

the manner/ way of

why

when

where

how

and
12

By + Ving (Aff)

Without + Ving (Neg)

If/ Unless

and (Aff)

Or/ Otherwise (Neg)

    

 

Explanations of the Rules:

Rule 1: Simple Sentence এ যখন কোন Noun এর পর Ving (Present Participle) থাকবে, তখন ওই Noun Verb এর কাজটি সম্পাদন করে।

Example: Kiron is my cousin working in a Bank.

এখানে, My cousin হচ্ছে Noun এবং এর পর Working এর কাজটি My cousin সম্পাদন করছে।

Complex Sentence এ পরিবর্তন করতে, এই Noun এর পর (Who/Which/What/That + Verb) দ্বারা Subordinate Clause তৈরি করব।

Complex: Kiron is my cousin who works in a bank.

 

Rule 2: Simple Sentence এ যখন কোন Noun এর পর Vpp (Past Participle) থাকবে, তখন ওই Noun Verb এর কাজটি সম্পাদন করেনা।

Example: Kiron got a letter sent by his friend.

এখানে, letter হচ্ছে Noun এবং এর পর Sent এর কাজটি Letter সম্পাদন করছেনা।

Complex Sentence এ পরিবর্তন করতে, এই Noun এর পর (Who/Which/What/That + Be + Vpp/Adj) দ্বারা Subordinate Clause তৈরি করব।

Complex: Kiron got a letter which was sent by his friend.

আবার Noun এর আগে বা পরে Adjective থাকলেও একই নিয়মে, Complex এ রুপান্তর করতে হবে।

 

Advertisement

Leave a Reply