ফিলিস্তিনের রাজনৈতিক ইতিহাস (Political History of Palestine)

(Palestine Liberation Organization) সংক্ষেপে PLO গঠিত হয় একটি স্বাধীন রাষ্ট্র গঠনের উদ্দেশ্য নিয়ে। PLO ১৯৭৪ সাল থেকে জাতিসংঘের পরযবেক্ষকের মর্যাদা ভোগ করে আসছে। এর সদর দপ্তর আছে পশ্চিম তীরের রামাল্লায়। (Palestene Liberation Organization)In short the…

(Palestine Liberation Organization) সংক্ষেপে PLO গঠিত হয় একটি স্বাধীন রাষ্ট্র গঠনের উদ্দেশ্য নিয়ে। PLO ১৯৭৪ সাল থেকে জাতিসংঘের পরযবেক্ষকের মর্যাদা ভোগ করে আসছে। এর সদর দপ্তর আছে পশ্চিম তীরের রামাল্লায়।

(Palestene Liberation Organization)In short the PLO consists of the purpose of forming an independent state. The PLO has enjoyed UN supervisor status since 1974. It has its headquarters at Ramallah in the West Bank.

Advertisement

ফিলিস্তিন রাষ্ট্র (Palestinian State)

১৯৮৮ সালে আলজির্য়াসে (আলজেরিয়ার রাজধানী) জেরুজালেম কে রাজধানী ঘোষনা করে স্বাধীন Palestine রাষ্ট্রের ঘোষনা দেয়া হয়। আলজেরিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দেয়। এ সময় ঘোষিত রাষ্ট্র ফিলিস্তিন ছিলো সস্মূর্ণ্ ইসরায়েল এর নিয়ন্ত্রনে।

In 1988, The announcement of the state of independence Palestine by the announcement of the capital of Jerusalem from Algiers capital of Algeria. During this time, the state Palestine was in Israel’s control.

অসলো চুক্তি (Oslo Agreement)

১৯৯৩ সালের ২০ আগস্ট নরওয়ের রাজধানী অসলতে গোপন বৈঠকের মাধ্যমে পিএলও এবং ইসরায়েল একটি চুক্তির ব্যাপারে একমত হয়। ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আনুষ্ঠানিক ভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে ইসরায়েল ও পিএলও পরষ্পরকে স্বীকৃতি দেয়। এ চুক্তিটি অসলো চুক্তি নামে পরিচিত।ফিলিস্তিনিদের স্বায়ত্ত শাসনের রোড ম্যপ প্রনয়ন করা হয়, কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো স্বীকৃতি মেলে নি।

Advertisement

On August 20, 1993, the PLO and Israel agreed to a deal with a secret meeting in the Norwegian capital of Oslo. The treaty was officially signed on September 13, 1993 in Washington, USA. Through this agreement Israel and the PLO recognize each other.This agreement was known as the Oslo Agreement. The Road Map of Palestine Autonomy was introduced , but no recognition was made by Israel as an independent Palestinian state

অন্তবর্তীকালিন চুক্তি (Interim Contract)

১৯৯৫ সালের ইসরায়েল ও PLO এর মধ্যে গাজা ও পশ্চিম তীর সম্পর্কিত অন্তবর্তীকালিন চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির ফলে গাজা ও পশ্চিম তীরে সীমিত আকারে ফিলিস্তিনের জনগনের স্ব শাসন প্রতিষ্ঠিত হয়। ফিলিস্তিন ন্যাসনাল অথোরিটি এ অংশে প্রসাশনিক কার্যক্রম পরিচালনা করে ও রামাল্লা কে প্রসাসনিক রাজধানী হিসেবে ব্যাবহার করে।

In 1995, Israel and PLO signed an interim agreement between Gaza and the West Bank. As a result of this agreement, the Palestinian people’s autonomy was established in limited form in Gaza and West Benk. The Palestinian National Authority manages administrative operations in this part and uses Ramalla as the provincial capital.

Advertisement

প্রথম প্রেসিডেন্ট (First President)

ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট (ইয়াসির আরাফাত) জন্ম গ্রহন করেন ১৯২৯ মিশরের কায়রোতে। তিনি ১৯৬৯ সালে পিএলও এর চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন। ২০০৪ সালে তিনি ফ্রান্সে মৃত্যু বরন করেন। রামাল্লায় তার সমাধী রেয়েছে।

Palestine’s first president (Yasser Arafat) was born in 1929 in Cairo, Egypt. He was elected chairman of the PLO in 1969. In 1994, he received the Nobel Prize in Peace. In 2004 he died in France. His grave is in Ramallah.

Advertisement

Leave a Reply